০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শিবগঞ্জে ‘হানি ট্র্যাপে’ নারীসহ ৪ জন আটক!

  • প্রকাশের সময় : ০৬:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • 32

ছবিঃ সীমান্তের আওয়াজ

​শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ২১ ডিসেম্বর ২০২৫

​বগুড়ার শিবগঞ্জে পরিকল্পিতভাবে নারীঘটিত ফাঁদে ফেলে (হানি ট্র্যাপ) মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার বানাইল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন— শিবগঞ্জ থানার বানাইল পশ্চিমপাড়া এলাকার এনামুল হকের মেয়ে মোছাঃ রিনা (২৫), মৃত বাবলু প্রামাণিকের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৭), মোঃ লোকমান আলী মোল্লার ছেলে মোঃ জোবায়েত ইসলাম (২২) এবং মৃত সেকেন্দার আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৪)।

​পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে নারী সদস্যের মাধ্যমে কৌশলে বিত্তবান বা টার্গেট করা ব্যক্তিদের নির্জন স্থানে ডেকে নিত। এরপর সেখানে আপত্তিকর অবস্থায় তাদের ছবি বা ভিডিও ধারণ করে জিম্মি করা হতো। পরবর্তী সময়ে সেসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত চক্রটি।

​সম্প্রতি এমনই এক ঘটনার অভিযোগ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে এবং ঘটনার সত্যতা পেয়ে চক্রের মূল হোতাসহ চারজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পরিকল্পিতভাবে এই ‘হানি ট্র্যাপ’ পেতে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আত্মসাৎ করে আসছিল।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

শিবগঞ্জে ‘হানি ট্র্যাপে’ নারীসহ ৪ জন আটক!

প্রকাশের সময় : ০৬:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

​শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ২১ ডিসেম্বর ২০২৫

​বগুড়ার শিবগঞ্জে পরিকল্পিতভাবে নারীঘটিত ফাঁদে ফেলে (হানি ট্র্যাপ) মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার বানাইল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন— শিবগঞ্জ থানার বানাইল পশ্চিমপাড়া এলাকার এনামুল হকের মেয়ে মোছাঃ রিনা (২৫), মৃত বাবলু প্রামাণিকের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৭), মোঃ লোকমান আলী মোল্লার ছেলে মোঃ জোবায়েত ইসলাম (২২) এবং মৃত সেকেন্দার আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৪)।

​পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে নারী সদস্যের মাধ্যমে কৌশলে বিত্তবান বা টার্গেট করা ব্যক্তিদের নির্জন স্থানে ডেকে নিত। এরপর সেখানে আপত্তিকর অবস্থায় তাদের ছবি বা ভিডিও ধারণ করে জিম্মি করা হতো। পরবর্তী সময়ে সেসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত চক্রটি।

​সম্প্রতি এমনই এক ঘটনার অভিযোগ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে এবং ঘটনার সত্যতা পেয়ে চক্রের মূল হোতাসহ চারজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পরিকল্পিতভাবে এই ‘হানি ট্র্যাপ’ পেতে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আত্মসাৎ করে আসছিল।