
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২২ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জয়পুরহাট-২ (৩৫) আসন থেকে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে জয়পুরহাট জেলা নির্বাচন কমিশন অফিস থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জয়পুরহাট-২ আসনের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”
এদিকে তাঁর মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে জয়পুরহাট-২ আসনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।
























