ছবিঃ ফাইল ফটো
ডেক্স রিপোর্টঃ ২২ ডিসেম্বর ২০২৫
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে সারাদেশে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না। একই সঙ্গে রাস্তা অবরোধ বা ব্লক করে কোনো অনুষ্ঠান আয়োজন করা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে জননিরাপত্তার স্বার্থে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না। এছাড়া রাস্তা অবরোধ বা ব্লক করে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেইজ-২-এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ডবাই রাখা।
এছাড়া ঢাকা মহানগরীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা, পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতি নিয়মিত মনিটরিং এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সারাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।