০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মামুনুর রশিদ সিদ্দিক হিরু

  • প্রকাশের সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • 45

ছবিঃ আত্রাই উপজেলা প্রতিনিধি

ওমর ফারুকঃ আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ২৩ ডিসেম্বর ২০২৫

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক মো. মামুনুর রশিদ সিদ্দিক হিরু। গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

কলেজ সূত্রে জানা গেছে, বিদায়ী অধ্যক্ষ মো. আলমগীর হোসেন অবসরে যাওয়ায় বিধি মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে মামুনুর রশিদ সিদ্দিক হিরুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়। দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনুর রশিদ সিদ্দিক হিরু বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তার মর্যাদা রক্ষা করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। বান্দাইখাড়া ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ঐতিহ্যকে সমুন্নত রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়ন, একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমার মূল উদ্দেশ্য। সকল শিক্ষক ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানকে একটি আধুনিক ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় প্রশাসন, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর সহযোগিতায় কলেজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে একটি সৃজনশীল, শৃঙ্খলাপূর্ণ ও সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় সুধী মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন, তার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট মো. আবু মাসুম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক ও কর্মচারীরা।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মামুনুর রশিদ সিদ্দিক হিরু

প্রকাশের সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ছবিঃ আত্রাই উপজেলা প্রতিনিধি

ওমর ফারুকঃ আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ২৩ ডিসেম্বর ২০২৫

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক মো. মামুনুর রশিদ সিদ্দিক হিরু। গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

কলেজ সূত্রে জানা গেছে, বিদায়ী অধ্যক্ষ মো. আলমগীর হোসেন অবসরে যাওয়ায় বিধি মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে মামুনুর রশিদ সিদ্দিক হিরুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়। দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনুর রশিদ সিদ্দিক হিরু বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তার মর্যাদা রক্ষা করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। বান্দাইখাড়া ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ঐতিহ্যকে সমুন্নত রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়ন, একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমার মূল উদ্দেশ্য। সকল শিক্ষক ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানকে একটি আধুনিক ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় প্রশাসন, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর সহযোগিতায় কলেজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে একটি সৃজনশীল, শৃঙ্খলাপূর্ণ ও সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় সুধী মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন, তার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট মো. আবু মাসুম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক ও কর্মচারীরা।