
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৪ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে হাতেনাতে আটক করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর তত্বাবধানে পাঁচবিবি বিশেষ ক্যাম্প ও ব্যাটালিয়ন সদর থেকে গঠিত দুটি বিশেষ টহল দল গত সোমবার অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি তিন রাস্তার মোড় থেকে আনুমানিক ১০০ গজ দূরে ধানসিঁড়ি আবাসিক এলাকার একটি গোডাউনে অভিযান চালানো হয়। গোডাউন তল্লাশীকালে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
এ সময় গোডাউনের মালিক মোঃ মাহফুজার রহমান (২৬), পিতা- মোঃ বাবু হোসেন, গ্রাম- পূর্ব কড়িয়া, পোস্ট- কড়িয়া, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে উপস্থিত সাক্ষীদের সামনে আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত যৌন উত্তেজক সিরাপের আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ১ হাজার ৭২০ টাকা।
আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
























