
ছবিঃ সীমান্তের আওয়াজ
ইসলামী শাসন ছাড়া ক্ষুধা-দারিদ্র্য ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ সম্ভব নয় -এস এম রাশেদুল আলম সবুজ
স্টাফ রিপোর্টারঃ ২৫ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটের কালাই উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় কালাই দারুল ইসলাম ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কালাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মোনতাহার হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি বলেন, “ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে ইসলামী শাসনের কোনো বিকল্প নেই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করলেই শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নির্বাচন পরিচালক মোঃ শফিউল হাসান দিপু, কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসলাম হোসেন এবং কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল আলীম।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মানজনক মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আদর্শের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিক প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























