০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ক্ষেতলালে ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • 32

ছবিঃ সীমান্তের আওয়াজ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৯ ডিসেম্বর ২০২৫

আইএফইএস-এর সহযোগিতায় পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর উদ্যোগে “ওরিয়েন্টেশন: ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম” শীর্ষক একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) ক্ষেতলাল উপজেলা হলরুমে আয়োজিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ নাসির উদ্দীন এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নুরে আলম সিদ্দিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পামডো’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হৈমন্তী সরকার ও জেনারেল ম্যানেজার মোঃ শহাবুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ওরিয়েন্টেশনে বক্তারা ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে নারী, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠী ও নতুন ভোটারদের সচেতন ও সক্রিয় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওরিয়েন্টেশনে প্রকল্প পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা এবং ভোট প্রদানের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সচেতন ভোটারের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভোটার শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

ক্ষেতলালে ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৯ ডিসেম্বর ২০২৫

আইএফইএস-এর সহযোগিতায় পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর উদ্যোগে “ওরিয়েন্টেশন: ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম” শীর্ষক একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) ক্ষেতলাল উপজেলা হলরুমে আয়োজিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ নাসির উদ্দীন এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নুরে আলম সিদ্দিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পামডো’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হৈমন্তী সরকার ও জেনারেল ম্যানেজার মোঃ শহাবুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ওরিয়েন্টেশনে বক্তারা ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে নারী, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠী ও নতুন ভোটারদের সচেতন ও সক্রিয় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওরিয়েন্টেশনে প্রকল্প পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা এবং ভোট প্রদানের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সচেতন ভোটারের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভোটার শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।