
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টঃ ২৯ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জনপ্রতিনিধি মোঃ শফিকুল আলম বাবু। সোমবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কুসুম্বা ইউনিয়নের চারবারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শফিকুল আলম বাবু নিজস্ব অর্থায়নে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেন। কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে অসহায়দের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ মোমেনা বেগম, ইউপি সদস্য ও অগ্রণী ব্যাংক কুসুম্বা শাখার ব্যবস্থাপক মোঃ নূর মোহাম্মদ, মহিলা ইউপি সদস্য সেলিমা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তীব্র শীতে কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য ইউপি সদস্য শফিকুল আলম বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে






















