
ছবিঃ সীমান্তের আওয়াজ
গোলাম রব্বানী হিলিঃ ২৯ ডিসেম্বর ২০২৫
দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রস্তাবক বিএনপি নেতা মোজাম্মেল হক ও মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আবুল হোসেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুরের ইউএনও এবং সংসদ নির্বাচন দিনাজপুর-৬ এর সহকারী রির্টানিং অফিসার তহমিনা সুলতানা নীলা মনোনয়ন পত্র গ্রহন করেন।
এসময় বিএনপি দলীয় প্রার্থী ডাক্তার জাহিদের সহধমিনী ডা: শরিফা করিম স্বর্ণা, দিনাপজপুর-৬ সংসদীয় নিবাচর্নী পরিচালনা কমিটির আহবায়ক ফেরদৌস রহমান, সদস্য সচিব মিলন প্রধান। বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, জেলা যুবদলের নেতা এডভোকেট শিরন আলম উপস্থিত ছিল।
বিএনপি দলীয় প্রার্থী প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদের মনোনয়ন পত্র জমাদান কালে বিরামপুর উপজেলা চত্বরে ৪ উপজেলা বিএনপি সহ অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতাকর্মীরা বলেন, দিনাজপুর-৬ আসনে দীর্ঘ দিন পরে ধানের শীষের দলীয় প্রার্থী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ধানের শীষের কান্ডারী চার উপজেলার (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) সাধারণ মানুষের আস্থাভাজন দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ!


























