ছবিঃ সীমান্তের আওয়াজ
জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ২৯ ডিসেম্বর, ২০২৫
জয়পুরহাটের কালাই উপজেলায় বিরল শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেওয়া এক নবজাতক একদিনের মাথায় মারা গেছে। শিশুটির জন্মের পর তার চোখ, কান ও নাক না থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে উপজেলার নুনুজ গ্রামে। স্থানীয় বাবুল হোসেনের স্ত্রীর গর্ভে গত বৃহস্পতিবার রাতে বাড়িতেই স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুটির জন্ম হয়। কোনো হাসপাতাল বা ক্লিনিকে নয়, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এই প্রসব সম্পন্ন হয় বলে জানা গেছে।
জন্মের পরপরই শিশুটির শারীরিক গঠনে মারাত্মক অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। শিশুটির চোখ, কান ও নাক অনুপস্থিত ছিল। শরীরের গঠন ছিল অস্বাভাবিক ও চর্বিযুক্ত এবং ত্বকে লালচে দাগ দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা যায়, জন্মের কিছু সময় পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের পক্ষ থেকে চিকিৎসার চেষ্টা করা হলেও জন্মের একদিন পর শনিবার শিশুটি মারা যায়।
শিশুটির বাবা বাবুল হোসেন জানান, কয়েক বছর আগেও একই ধরনের শারীরিক বৈশিষ্ট্যসম্পন্ন একটি সন্তানের জন্ম হয়েছিল, যেটিও মাত্র একদিন বেঁচে ছিল। পরে তাদের একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম হয়। তিন বছর পর আবার সন্তান ধারণ করলে এবারও একই ধরনের অস্বাভাবিক শিশুর জন্ম হয়।
তিনি বলেন, “আল্লাহ আমাকে এমন সন্তান দিয়েছেন, মানুষ দেখলে ভয় পায়। আগেরবারও বিষয়টি নিয়ে কোনো চিকিৎসা পরীক্ষা করানো হয়নি।”
চিকিৎসকরা বলছেন, জেনেটিক ত্রুটি, গর্ভকালীন স্বাস্থ্যঝুঁকি, অপুষ্টি, আত্মীয়ের মধ্যে বিয়ে অথবা গর্ভাবস্থায় প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা না করানোর কারণে এমন ঘটনা ঘটতে পারে। তারা জানান, ভবিষ্যতে এমন ঝুঁকি এড়াতে গর্ভধারণের আগে ও পরে নিয়মিত চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত জরুরি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।