
ছবিঃ সংগৃহীত
উপজেলা বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ ৩০ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারা দেশের মতো নওগাঁর সাপাহার উপজেলাতেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকাহত নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন এই মহান নেত্রীকে।
মঙ্গলবার সকাল থেকে সাপাহার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন শোক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, দলীয় ও কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং এক স্মৃতিচারণ সভা।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত স্মৃতিচারণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপোষহীন নেতৃত্ব জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাঁর ইন্তেকালে দেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারালো।”
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈম, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়।
শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় পরিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে সাপাহার উপজেলা বিএনপি তাদের প্রিয় নেত্রীর স্মৃতির প্রতি গভীর সম্মান ও ভালোবাসা নিবেদন করে।
























