০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

কালাইয়ে রাস্তার সরকারি গাছ কেটে সাবাড়

  • প্রকাশের সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • 17

ছবিঃ সীমান্তের আওয়াজ

কালাই (জয়পুরহাট) সংবাদদাতাঃ ৩ জানুয়ারি, ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বৈরাগীহাট–মোসলেমগঞ্জ–দূর্গাপুর পাকা রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কয়েক দিনের ব্যবধানে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির সরকারি গাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বৈরাগীহাট–মোসলেমগঞ্জ–দূর্গাপুর পাকা রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত কয়েক দিনের মধ্যে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কেটে সাবাড় করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত ১ জানুয়ারি দিবাগত রাতে রাস্তার পাশ থেকে ইউক্যালিপটাসসহ অন্তত ৬টি গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর ধারাবাহিকতায় ২ জানুয়ারি শুক্রবার সকালে রাস্তার পাশে একটি বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে রেখে যায় দুষ্কৃতকারীরা।

দিনের বেলায় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুন্নবীকে অবহিত করেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে কাটা গাছটি নিজের জিম্মায় নেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সড়কের পাশে থাকা সরকারি গাছগুলো পরিকল্পিতভাবে কেটে নেওয়া হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি সরকারি সম্পদ লুট হয়ে যাচ্ছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

কালাইয়ে রাস্তার সরকারি গাছ কেটে সাবাড়

প্রকাশের সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

ছবিঃ সীমান্তের আওয়াজ

কালাই (জয়পুরহাট) সংবাদদাতাঃ ৩ জানুয়ারি, ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বৈরাগীহাট–মোসলেমগঞ্জ–দূর্গাপুর পাকা রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কয়েক দিনের ব্যবধানে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির সরকারি গাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বৈরাগীহাট–মোসলেমগঞ্জ–দূর্গাপুর পাকা রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত কয়েক দিনের মধ্যে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কেটে সাবাড় করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত ১ জানুয়ারি দিবাগত রাতে রাস্তার পাশ থেকে ইউক্যালিপটাসসহ অন্তত ৬টি গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর ধারাবাহিকতায় ২ জানুয়ারি শুক্রবার সকালে রাস্তার পাশে একটি বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে রেখে যায় দুষ্কৃতকারীরা।

দিনের বেলায় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুন্নবীকে অবহিত করেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে কাটা গাছটি নিজের জিম্মায় নেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সড়কের পাশে থাকা সরকারি গাছগুলো পরিকল্পিতভাবে কেটে নেওয়া হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি সরকারি সম্পদ লুট হয়ে যাচ্ছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।