ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবব (জয়পুরহাট) প্রতিনিধি মো. মাসুম রেজা
৩ ডিসেম্বর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উদযাপিত হলো জাতীয় সমাজসেবা দিবস। “প্রযুক্তি মমতায় কল্যাণ, সমতায় আস্থা—সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা দেব দুলাল পাহান এবং ইউনিয়ন সমাজকর্মী মো. আমিনুল ইসলাম অংশগ্রহণ করে সমাজসেবার নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বক্তব্য রাখেন।
এর আগে, দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা সমাজসেবার গুরুত্ব ও মানুষের কল্যাণে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সমাজসেবার মাধ্যমে মানবতার সেবা প্রসার ও সচেতন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।