
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ ৩ জানুয়ারী, ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে স্বর্ণের দোকানে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা।
ভোররাতে স্টেশন রোডের ‘মন্ডল জুয়েলার্স’-এ হানা দেয় সংঘবদ্ধ ডাকাত দল। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নেয় বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ অর্থ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার স্টেশন রোডে অবস্থিত ‘মন্ডল জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। (৩ জানুয়ারী) ভোর আনুমানিক ৪ ঘটিকায় সংঘবদ্ধ ডাকাত দল দোকান থেকে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচবিবি শহরের অত্যন্ত ব্যস্ত এলাকা স্টেশন রোডে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সুপরিকল্পিতভাবে দোকানে হানা দেয়। এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে ফেলে। এরপর দোকানের শাটাল ও সিন্দুক ভেঙে মুহূর্তের মধ্যে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
দোকানের মালিক জানান, “ডাকাতরা খুব দ্রুত ও সংঘবদ্ধভাবে কাজ করেছে। তারা চোখের পলকে আমার সব শেষ করে দিয়েছে। ঘটনাস্থলে দোকানের ভেতরের সিন্দুক ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাঁচবিবি থানা পুলিশ। তারা দোকানটি পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানায়, অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতদের দ্রুত গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে।
এদিকে, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
























