
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৮ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নানামুখী সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম আহমেদ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পাঁচবিবি গোহাটি চত্বরে আচরণবিধি প্রতিপালন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’র মাধ্যমে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণমূলক বার্তা ও জুলাই বিপ্লবের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমির কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মোঃ রায়হানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
সমগ্র অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ সেলিম আহমেদের সার্বিক নির্দেশনায় সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়।
























