
ছবিঃ সংগৃহীত
মো: মাসুম রেজা, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৯ জানুয়ারী, ২০২৫
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের সালাখুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা মোঃ ইয়ানুর রহমান নিহত হয়েছেন। তিনি একই গ্রামের বাসিন্দা মুমিন ইসলামের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা মোঃ ইয়ানুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নৃশংস এই হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও দলীয় নেতাকর্মীরা। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
পাঁচবিবি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
























