ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৬
জয়পুরহাটের কালাই উপজেলার পুনটে উদয়ন পাবলিক স্কুলের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৩ জানুয়ারি শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আরমান হোসেন। শুরুতে অভিভাবকদের প্রত্যাশা, বিদ্যালয় নিয়ে তাঁদের ভালো লাগা ও বিভিন্ন পরামর্শ শোনা হয়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গৃহীত পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। সবশেষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চানমিয়া, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুনছুর রহমান, শিক্ষাবিদ খলিলুর রহমান, সমাজসেবক আনিছুর রহমান এবং কণ্ঠশিল্পী সাজিয়া পায়েল।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে নৈতিকতা ও গুণগত শিক্ষার গুরুত্ব অপরিসীম। উদয়ন পাবলিক স্কুল স্থানীয় শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে শেষ হয়।