ছবিঃ সীমান্তের আওয়াজ
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ১০ জানুয়ারি ২০২৫
নওগাঁর পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ___টার দিকে বস্তাবর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬৩ এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ মেহেদী হাসান চাঁদ (৩০)। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বীরগ্রাম এলাকার বাসিন্দা এবং আবুল কালাম আজাদের ছেলে।
বিজিবি সূত্র আরও জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, গরু চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।