ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ নওগাঁঃ ১০ জানুয়ারি ২০২৬
নওগাঁয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫” পরীক্ষাকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রশ্নফাঁস ও প্রতারণা চক্রের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ১১টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে নওগাঁ জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে প্রতারক চক্রটি সক্রিয় রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এনএসআই-এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, প্রতারক চক্রের সদস্যরা পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিচ্ছিল। অভিযানের অংশ হিসেবে নওগাঁ শহরের পোরশা রেস্ট হাউজের ১১ নম্বর কক্ষ থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১) মোঃ আহসান হাবিব (৪০), পিতা– মৃত মোসলেম উদ্দীন, মহাদেবপুর, নওগাঁ।
২) মোঃ মামুনুর রশিদ (৪১), পিতা– মোঃ সালেহ উদ্দীন, পত্নীতলা, নওগাঁ। এছাড়াও পরীক্ষার্থী হাবিবুর রহমানের পিতা মোঃ ফারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আহসান হাবিবের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়, যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের নমুনা পাওয়া যায়। একই রেস্ট হাউজ থেকে পরীক্ষার্থী মোঃ আতাউর রহমান (৩০), মোঃ ফারুক হোসেন (৩১) ও মোঃ হাবিবুর রহমান (২৬)-কে আটক করা হয়। তাদের মোবাইল ফোনেও একই ধরনের নমুনা প্রশ্নপত্র পাওয়া যায়।
এছাড়া হোটেলের অপর একটি কক্ষ থেকে পরীক্ষার্থী মোঃ সারোয়ারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে পরীক্ষার্থী মোঃ আবু সাইদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ওয়াসিম নামের এক প্রতারকের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে।
পুলিশ জানায়, প্রতারক আহসান হাবিব প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে ১৮ লক্ষ টাকা নেওয়ার মৌখিক চুক্তি করেছিল। এর অংশ হিসেবে—
মোঃ আতাউর রহমানের কাছ থেকে ১ লাখ টাকা,
মোঃ ফারুক হোসেনের কাছ থেকে ১ লাখ টাকা,
হাবিবুর রহমানের পিতা ফারাজুল ইসলামের কাছ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম গ্রহণ করে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আহসান হাবিব দীর্ঘদিন ধরে রাশেদ নামের এক সহযোগীর সঙ্গে মিলে প্রতারণা করে আসছিল এবং রাশেদই ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করত।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নওগাঁ শহরের হোটেল নীলসাগর-এ অভিযান চালিয়ে ৫০১ নম্বর কক্ষ থেকে পরীক্ষার্থী মোছাঃ রেহান জান্নাত (৩১)-কে আটক করে। তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়। সে জানায়, তার দুলাভাই মোঃ সাজ্জাদুল হক শালুর কাছ থেকে ৬ লাখ টাকা চুক্তিতে প্রশ্নপত্র সংগ্রহ করে।
অভিযানে সর্বমোট- ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,
৪টি বাটন মোবাইল ফোন, নগদ ৩৭,৯৪৮ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।