০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া পাঁচবিবির শোয়াইব

  • প্রকাশের সময় : ১১:০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 8

ছবিঃ সীমান্তের আওয়াজ

জয়পুরহাট প্রতিনিধিঃ ১০ জানুয়ারি ২০২৬
মো: মাসুম রেজা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫ সালের ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী শোয়াইব আহমেদ আর নেই। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের মতো দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই শেষে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শোয়াইব আহমেদ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের বাসিন্দা। তিনি আবুল কালাম আজাদের ছেলে। শোয়াইব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে অধ্যয়নরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সর্বশেষ সকল চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

মেধাবী এই শিক্ষার্থী ঢাকার ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০১৫ সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে সারা দেশে প্রথম স্থান অর্জন করে তিনি দেশব্যাপী আলোচনায় আসেন। তার এই কৃতিত্ব পাঁচবিবি উপজেলা তথা পুরো জয়পুরহাট জেলার জন্য ছিল এক বিরল গর্বের অধ্যায়।

শোয়াইব আহমেদের অকাল প্রয়াণে শিক্ষা অঙ্গনসহ নিজ এলাকা পাঁচবিবিতে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া পাঁচবিবির শোয়াইব

প্রকাশের সময় : ১১:০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

ছবিঃ সীমান্তের আওয়াজ

জয়পুরহাট প্রতিনিধিঃ ১০ জানুয়ারি ২০২৬
মো: মাসুম রেজা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫ সালের ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী শোয়াইব আহমেদ আর নেই। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের মতো দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই শেষে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শোয়াইব আহমেদ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের বাসিন্দা। তিনি আবুল কালাম আজাদের ছেলে। শোয়াইব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে অধ্যয়নরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সর্বশেষ সকল চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

মেধাবী এই শিক্ষার্থী ঢাকার ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০১৫ সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে সারা দেশে প্রথম স্থান অর্জন করে তিনি দেশব্যাপী আলোচনায় আসেন। তার এই কৃতিত্ব পাঁচবিবি উপজেলা তথা পুরো জয়পুরহাট জেলার জন্য ছিল এক বিরল গর্বের অধ্যায়।

শোয়াইব আহমেদের অকাল প্রয়াণে শিক্ষা অঙ্গনসহ নিজ এলাকা পাঁচবিবিতে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।