নওগাঁ প্রতিনিধিঃ
অদ্য রবিবার (১১ জানুয়ারি) নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অপরাধ দমন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সভা শেষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নওগাঁ জেলায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি