
ছবিঃ সীমান্তের আওয়াজ
জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ১১ জানুয়ারী ২০২৫
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুহি নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিহারপুর পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহি ওই গ্রামের রাকিবুল ইসলাম রাজের একমাত্র কন্যা সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা বাড়ির সামনের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে খেলতে খেলতে রুহি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা জানান, ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
























