ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৩ জানুয়ারি ২০২৬
জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ঢাকায় গিয়ে নিখোঁজ হয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক যুবক। নিখোঁজ যুবকের নাম মোঃ রনি বাবু (২৭)। তিনি উপজেলার রতনপুর (নদীপাড়) গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রনি বাবু দীর্ঘদিন ধরে ঢাকার বাড্ডা-গুলশান-ভাটারা থানাধীন নতুন বাজার এলাকার হাজারী গ্যারেজে ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১১ জানুয়ারি রবিবার দুপুরে তিনি প্রতিদিনের মতো গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। তবে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি আর গ্যারেজে ফিরে আসেননি।
পরবর্তীতে গ্যারেজ মালিক ও তার সহকর্মীরা শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রনির কোনো সন্ধান পাননি। পরদিন সোমবার বিষয়টি পরিবারকে জানানো হলে তার বাবা-মা ও স্বজনরা গভীর উদ্বেগে পড়েন।
নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ধারণা করছেন, ছিনতাইকারীরা রিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে গুম করে ফেলতে পারে। এসব কথা শুনে রনির পরিবার আরও বেশি আতঙ্কিত ও হতাশ হয়ে পড়েছে।
নিখোঁজ রনির বাবা জহুরুল ইসলাম বলেন, “আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। কেউ যদি তার সন্ধান পান বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”
রনি বাবুর সন্ধান পেলে ০১৯৯৭-১৯২৩৭৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।