
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিবেদকঃ ১৪ জানুয়ারী ২০২৬
আপিলের মাধ্যমে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তার মনোনয়নপত্র বাতিল করা হলে তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করে প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
ইসির এই সিদ্ধান্তের ফলে জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেকুন নাহার শিখার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণে আর কোনো বাধা থাকলো না।
উল্লেখ্য, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
























