ছবিঃ সীমান্তের আওয়াজ
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ১৪ জানুয়ারী ২০২৬
কালাইয়ে অধ্যক্ষের অস্রুসিক্ত নয়নে আবসর জনীত বিদায় সংবর্ধনা
জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম এর অবসরজনিত বিদায় জানাতে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়পুরহাট, সভাপতি, হাতিয়র কামিল মাদ্রাসা, কালাই, জয়পুরহাট।অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান ডবলু এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট কাজী রাব্বিউল হাসান মোনেম(সাবেক এমপি)
ইফতেখার রহমান, সহকারী কমিশনার (ভূমি) কালাই, শাহ আলম, ভাইচ প্রিন্সিপাল, গোলাম কিবরিয়া, ভাইচ প্রিন্সিপাল, মেসবা আহম্মেদ ডলার সহকারী অধ্যাপক, ওমর ফারুক, সহকারী অধ্যাপক, শামীম রেজা,সহকারী অধ্যাপক, সেলিম রেজা সহকারী অধ্যাপক,শাহাজাহান আলী, শিরট্রী কলেজের অধ্যক্ষ,সহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষ কর্মজীবন নিষ্ঠা, সততা ও শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিদায়ী অধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষক ও ছাত্র -ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সম্পর্ক গাড়ির চাকার মতো। তাদের সবসময় সমান এবং সমান্তরালভাবে চলতে হবে। মাদ্রাসার সকল পরিস্থিতি বিবেচনায় একে অপরের পাশে থাকতে হবে। তাহলেই মাদ্রাসার শৃঙ্খলা ও অবকাঠামো উন্নতির দিকে এগিয়ে যাবে।”
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, স্কাউট গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।