ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিবেদকঃ ১৪ জানুয়ারী ২০২৬
বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে একটি মিনি কাভার্ডভ্যানসহ চালক ও হেল্পারকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—গাজীপুর সদর থানার বারারুল গ্রামের মৃত জামাল খানের পুত্র কাভার্ডভ্যান চালক শরীফ খান (৩৩) এবং চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের পুত্র হেল্পার আমীর হোসেন (২৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি দল ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো- ন-১৭-৪৯০৩) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে কাভার্ডভ্যানটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের দায়ে ঘটনাস্থল থেকেই চালক ও হেল্পারকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।