ছবিঃ সীমান্তের আওয়াজ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৫ জানুয়ারী ২০২৬
জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলন ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে অফিস কার্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওঃ মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, সেক্রেটারি আব্দুল আলীম। সমাপনী বক্তব্য প্রদান করেন কালাই উপজেলা শাখা যুব বিভাগের সভাপতি খাইরুল ইসলাম। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কালাই উপজেলা শাখার নায়েবে আমির আব্দুর রউফ, উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোজাফফর হোসেন, মাওঃ গোলাম আযম, খলিলুর রহমান।