০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বগুড়া শিবগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে এএসআই আহত

  • প্রকাশের সময় : ০২:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 134

 

স্টাফ রিপোর্টঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চৌধুরী মহিলা কলেজ এলাকার কারেন্ট মাজারে সোমবার (১৬ জুলাই) রাত প্রায় ১২টার দিকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি দল আড্ডা দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এএসআই হাফিজ ঘটনাস্থলে অভিযান চালাতে গেলে মাদক কারবারিরা তার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এএসআই হাফিজকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল থাকলেও কর্তব্যরত চিকিৎসক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

বগুড়া শিবগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে এএসআই আহত

প্রকাশের সময় : ০২:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

স্টাফ রিপোর্টঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চৌধুরী মহিলা কলেজ এলাকার কারেন্ট মাজারে সোমবার (১৬ জুলাই) রাত প্রায় ১২টার দিকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি দল আড্ডা দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এএসআই হাফিজ ঘটনাস্থলে অভিযান চালাতে গেলে মাদক কারবারিরা তার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এএসআই হাফিজকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল থাকলেও কর্তব্যরত চিকিৎসক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”