০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে ব্যাপক জনতার উপস্থিতি, নির্বাচন পদ্ধতি বদলানোসহ সাত দফা দাবি

  • প্রকাশের সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 144

 

ডেক্স রিপোর্টঃ ২০ জুলাই ২০২৫

জামায়াতে ইসলামীর সমাবেশে মূল দাবি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান দাবীসহ সাত দাবি, আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা।

আওয়ামী লীগ সরকার পতনের পর শনিবার প্রথম বারের মতো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী।

এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে সংসদ নির্বাচন ব্যবস্থা বদলানোর দাবি তুললেও এবার সমাবেশ থেকে সেই দাবি স্পষ্ট করলো দলটি, যে দাবি নিয়ে অন্যতম আরেক রাজনৈতিক দল বিএনপি পুরোপুরি ভিন্ন অবস্থানে আছে।

গতকাল শনিবার এই সমাবেশ থেকে আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এরপরই সভা মঞ্চে টানা দুইবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেন।

এই বক্তব্যে জামায়াতের আমির ঘোষণা দেন, আগামীতে দলের কেউ এমপি মন্ত্রী হলে কিংবা সরকার গঠন করলে তারা সরকার থেকে কোনো প্লট গ্রহণ করবে না, চড়বে না ট্যাক্স বিহীন গাড়িতে।

জামায়াতে ইসলামীর দলীয় সমাবেশ হলেও এই কর্মসূচিতে আরো বক্তব্য দেন, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা।

এই আয়োজনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জামায়াত ইসলামী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয় বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল আসতে শুরু করে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে চড়ে দেশের বিভিন্ন জেলা থেকে এতে অংশ নেন অনেকেই।

দুপুরের আগেই সমাবেশ ময়দান পূর্ণ হয়ে যায়। দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা।

তীব্র গরম ও বিপুল কর্মী-সমর্থকের উপস্থিতিতে অনেকেই সমাবেশে এসে অসুস্থ হয়ে পড়েন। দলটির আমির বক্তব্যের শুরুতেই জানান, সমাবেশে অসুস্থ হয়ে একজন ও অংশ নিতে আসার পথে দুর্ঘটনায় মারা গেছেন আরও দুইজন।

 

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে ব্যাপক জনতার উপস্থিতি, নির্বাচন পদ্ধতি বদলানোসহ সাত দফা দাবি

প্রকাশের সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

 

ডেক্স রিপোর্টঃ ২০ জুলাই ২০২৫

জামায়াতে ইসলামীর সমাবেশে মূল দাবি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান দাবীসহ সাত দাবি, আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা।

আওয়ামী লীগ সরকার পতনের পর শনিবার প্রথম বারের মতো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী।

এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে সংসদ নির্বাচন ব্যবস্থা বদলানোর দাবি তুললেও এবার সমাবেশ থেকে সেই দাবি স্পষ্ট করলো দলটি, যে দাবি নিয়ে অন্যতম আরেক রাজনৈতিক দল বিএনপি পুরোপুরি ভিন্ন অবস্থানে আছে।

গতকাল শনিবার এই সমাবেশ থেকে আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এরপরই সভা মঞ্চে টানা দুইবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেন।

এই বক্তব্যে জামায়াতের আমির ঘোষণা দেন, আগামীতে দলের কেউ এমপি মন্ত্রী হলে কিংবা সরকার গঠন করলে তারা সরকার থেকে কোনো প্লট গ্রহণ করবে না, চড়বে না ট্যাক্স বিহীন গাড়িতে।

জামায়াতে ইসলামীর দলীয় সমাবেশ হলেও এই কর্মসূচিতে আরো বক্তব্য দেন, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা।

এই আয়োজনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জামায়াত ইসলামী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয় বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল আসতে শুরু করে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে চড়ে দেশের বিভিন্ন জেলা থেকে এতে অংশ নেন অনেকেই।

দুপুরের আগেই সমাবেশ ময়দান পূর্ণ হয়ে যায়। দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা।

তীব্র গরম ও বিপুল কর্মী-সমর্থকের উপস্থিতিতে অনেকেই সমাবেশে এসে অসুস্থ হয়ে পড়েন। দলটির আমির বক্তব্যের শুরুতেই জানান, সমাবেশে অসুস্থ হয়ে একজন ও অংশ নিতে আসার পথে দুর্ঘটনায় মারা গেছেন আরও দুইজন।