০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

  • প্রকাশের সময় : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 38

ছবিঃ সংগৃহীত

ডেক্স রিপোর্টঃ শনিবার, ৯ আগস্ট ২০২৫

গাজীপুরে প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি শাহিন খান শুক্রবার দুপুরে বলেন, ‌‌‌‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।’

তিনি বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের কাউকে সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। সন্দেহবশত তাদেরকে আটক করা হয়েছে।

এর আগে সাংবাদিক তুহিনের ভাই সেলিম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

প্রকাশের সময় : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

ছবিঃ সংগৃহীত

ডেক্স রিপোর্টঃ শনিবার, ৯ আগস্ট ২০২৫

গাজীপুরে প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি শাহিন খান শুক্রবার দুপুরে বলেন, ‌‌‌‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।’

তিনি বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের কাউকে সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। সন্দেহবশত তাদেরকে আটক করা হয়েছে।

এর আগে সাংবাদিক তুহিনের ভাই সেলিম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।