০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মানবিক চেয়ারম্যান নাজমুল, ঝুলছে বিজয়মালা

  • প্রকাশের সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 150

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২০ আগস্ট, ২০২৫

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ নাজমুল হক একের পর এক বিভিন্ন ক্যাটাগরিতে চেয়ারম্যান হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেই যাচ্ছেন। বার বার জেলার সকল ইউনিয়ন পরিষদকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় পরিষদের সকল সদস্য ও ইউনিয়নবাসী আনন্দিত ও খুশি। এমন অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চেয়ারম্যানকে আরো বেশি বেশি ভালো কাজের মধ্যে ডুবে থাকার পরামর্শ দেন অনেকেই । চেয়ারম্যান বলেন, আমার নির্বাচনী ইশতেহার ছিল আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে সুখে-দুখে আপনাদের পাশে থাকব। ওয়াদা মত আপনাদের জন্য ভালো কাজ করার স্বীকৃতি স্বরুপ কতৃপক্ষ আমাকে বেছে নিয়েছেন বলেন, ২’বারের সফল চেয়ারম্যান মোঃ নাজমুল হক।

ইউনিয়নবাসির সার্বিক উন্নয়নে ও পরিষদের সেবামূলক কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য (২০২০-২৩) সালে পর পর ২’বার জেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনিত হয়। (২০২৩-২৪) সালে সরকারি বিধি অনুযায়ী ইউনিয়নের সকল নাগরিকের জন্ম-মৃত্যুর সঠিক  পরিসংখ্যান করার জন্য জেলার মধ্যে ২’বার প্রথম স্থান অধিকার করেন তিনি।

গত মঙ্গলবার (১৯ আগষ্ট) জয়পুরহাট জেলা প্রশাসকের কনফারেন্স রুমে চেয়ারম্যানদের মাঝে পরিষদে পরিচালিত “গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে। জেলার ৩২’টি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হক।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সবুর আলী, জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ৩২’টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জনপ্রিয় চেয়ারম্যান নাজমুল হকের হাতে গ্রাম আদালত প্রথম পুরস্কারের অ্যাওয়ার্ডটি তুলে দেন।

গ্রাম আদালত ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রাজিউন রহমান রাজু বলেন, গত বছর বাগজানা ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতে ইউনিয়নবাসী ১৯৭’টি অভিযোগ দায়ের করেছিল। মাত্র ১০ টাকায় আবেদন করা অভিযোগ গুলো গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান মেম্বারগন ১৭২’টি অভিযোগই নিষ্পত্তি করে দিয়েছেন স্বল্প সময়ের মধ্যেই। চেয়ারম্যান নাজমুল হক বলেন, এ কৃতিত্ব আমার একার নয় পরিষদের সকল সদস্য ও ইউনিয়নবাসীর। আগামীতে আরও ভাল কিছুর জন্য সবাই মিলে আন্তরিকভাবে কাজ করব বলেন তিন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

মানবিক চেয়ারম্যান নাজমুল, ঝুলছে বিজয়মালা

প্রকাশের সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২০ আগস্ট, ২০২৫

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ নাজমুল হক একের পর এক বিভিন্ন ক্যাটাগরিতে চেয়ারম্যান হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেই যাচ্ছেন। বার বার জেলার সকল ইউনিয়ন পরিষদকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় পরিষদের সকল সদস্য ও ইউনিয়নবাসী আনন্দিত ও খুশি। এমন অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চেয়ারম্যানকে আরো বেশি বেশি ভালো কাজের মধ্যে ডুবে থাকার পরামর্শ দেন অনেকেই । চেয়ারম্যান বলেন, আমার নির্বাচনী ইশতেহার ছিল আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে সুখে-দুখে আপনাদের পাশে থাকব। ওয়াদা মত আপনাদের জন্য ভালো কাজ করার স্বীকৃতি স্বরুপ কতৃপক্ষ আমাকে বেছে নিয়েছেন বলেন, ২’বারের সফল চেয়ারম্যান মোঃ নাজমুল হক।

ইউনিয়নবাসির সার্বিক উন্নয়নে ও পরিষদের সেবামূলক কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য (২০২০-২৩) সালে পর পর ২’বার জেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনিত হয়। (২০২৩-২৪) সালে সরকারি বিধি অনুযায়ী ইউনিয়নের সকল নাগরিকের জন্ম-মৃত্যুর সঠিক  পরিসংখ্যান করার জন্য জেলার মধ্যে ২’বার প্রথম স্থান অধিকার করেন তিনি।

গত মঙ্গলবার (১৯ আগষ্ট) জয়পুরহাট জেলা প্রশাসকের কনফারেন্স রুমে চেয়ারম্যানদের মাঝে পরিষদে পরিচালিত “গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে। জেলার ৩২’টি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হক।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সবুর আলী, জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ৩২’টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জনপ্রিয় চেয়ারম্যান নাজমুল হকের হাতে গ্রাম আদালত প্রথম পুরস্কারের অ্যাওয়ার্ডটি তুলে দেন।

গ্রাম আদালত ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রাজিউন রহমান রাজু বলেন, গত বছর বাগজানা ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতে ইউনিয়নবাসী ১৯৭’টি অভিযোগ দায়ের করেছিল। মাত্র ১০ টাকায় আবেদন করা অভিযোগ গুলো গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান মেম্বারগন ১৭২’টি অভিযোগই নিষ্পত্তি করে দিয়েছেন স্বল্প সময়ের মধ্যেই। চেয়ারম্যান নাজমুল হক বলেন, এ কৃতিত্ব আমার একার নয় পরিষদের সকল সদস্য ও ইউনিয়নবাসীর। আগামীতে আরও ভাল কিছুর জন্য সবাই মিলে আন্তরিকভাবে কাজ করব বলেন তিন।