
ছবিঃ সীমান্তের আওয়াজ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সকালে প্রথম প্রহরের কর্মসূচি পালিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্বাস আলীর নেতৃত্বে সকাল ৯টায় বিএনপির নেতা-কর্মী উপস্থিত হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রথম প্রহরের এই কার্যক্রম শেষে জাতীয়তাবাদী দলীয় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন।
























