
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র, ১৪৩২
জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী গৃহকর্তা সোহেল রানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এর আগে, গত বুধবার দিনগত রাতে উপজেলার গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সোহেল রানার বাড়িতে এই ডাকাতি হয়। ।
গৃহকর্তা সোহেল রানা বলেন, ‘বুধবার দিনগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার দিকে ১৫/১৬ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে বাড়িতে থাকা নগ দ ২৫ হাজার টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।।
এদিকে, ডাকাতির খবর পেয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এছাড়া অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’
























