০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

সাপাহারে বিএনপির উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৮:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 139

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২৭ সেপ্টেম্বর, ২৯২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর সাপাহারে এক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় উপজেলার গোয়ালা ইউনিয়নের নিশ্চিতপুর মোড়ে গোয়ালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

পথসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তিন বারের সংসদ সদস্য ও নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গোয়ালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার ও তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম। এছাড়া নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরে আলম সুজা, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সাপাহার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, শিরন্টি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল আকতার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ছালেক চৌধুরী বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথমেই বেকারত্ব দূরীকরণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি এলাকায় বিএনপির নিয়মিত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

সাপাহারে বিএনপির উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২৭ সেপ্টেম্বর, ২৯২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর সাপাহারে এক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় উপজেলার গোয়ালা ইউনিয়নের নিশ্চিতপুর মোড়ে গোয়ালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

পথসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তিন বারের সংসদ সদস্য ও নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গোয়ালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার ও তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম। এছাড়া নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরে আলম সুজা, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সাপাহার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, শিরন্টি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল আকতার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ছালেক চৌধুরী বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথমেই বেকারত্ব দূরীকরণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি এলাকায় বিএনপির নিয়মিত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি অব্যাহত রয়েছে।