
ছবিঃ সীমান্তের আওয়াজ
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ২ অক্টোবর ২০২৫
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহাবুদ্দিন সুজন, দিনাজপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী।
বুধবার (০১ অক্টোবর ২০২৫ইং) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত পূজা মণ্ডপে গিয়ে পূজার আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি প্রতিটি পূজা মণ্ডপে অনুদান হিসেবে অর্থ প্রদান করেন এবং পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
শাহাবুদ্দিন সুজন বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, এটি এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। এ উৎসব আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।”
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।এ সময় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।


























