১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

বিরামপুরে বৃষ্টিতে ভিজে গণসংযোগ করলেন এমপি মনোনয়ন প্রত্যাশী বুলবুল আহমেদ

  • প্রকাশের সময় : ০২:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 282

ছবিঃ সীমান্তের আওয়াজ

প্রতিনিধি, বিরামপুর ( দিনাজপুর) প্রতিনিধিঃ ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বৃষ্টিতে ভিজে শহরে দিনব্যাপী গণসংযোগ ও ট্রাক প্রতীকে ভোট চাইলেন গণ অধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী বুলবুল আহমেদ। গতকাল শনিবার দুপর থেকে বিকেল পর্যন্ত বিরামপুর পৌরশহরের রেল গেইট এলাকা থেকে ঢাকামোড় হয়ে অবসর সিনেমা হল মোড় পর্যন্ত দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগ ও প্রচারণা চালান।

গণসংযোগকালে বুলবুল আহমেদ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিরামপুর পৌরশহরের বিভিন্ন দোকানে যান। সেখানে তিনি দোকান মালিক, কর্মচারী, ক্রেতা ও পথচারীদের কাছে তাঁর রাজনৈতিক পরিচয় দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) সংসদ সদস্য পদে গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশীর প্রচারপত্র বিলি করেন। গণসংযোগকালে দলে নেতাকর্মীদের নিয়ে তিনি শহরের সড়ক ও দোকানের সামনে ট্রাক প্রতীকের পক্ষে স্লোগান দেন। এ সময় তিনি জনসাধারণকে দলের সভাপতি নূরুল হক নূরের সালাম পৌঁছে দেন এবং তাঁর জন্য দোয়া চান।

বুলবুল আহমেদ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার সহ.সভাপতি। তাঁর জন্মস্থান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের দেওগাঁ গ্রামে।

গণসংযোগ শেষে বিরামপুর পৌরশহরের ঢাকামোড়ে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথসভা করেন বুলবুল আহমেদ। এ সময় তিনি বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বিগত ফ্যাসিস্ট সরকার ও পরবর্তীতে তাঁদের দোসরদের দ্বারা দীর্ঘদিন নির্যাতন ও নিপিড়নের শিকার হয়েছেন। বিদেশে চিকিৎসা শেষে তিনি আজ বাংলাদেশে আসছেন। তাঁর ওপর নির্যাতনের পরও আমরা রাজপথ ছাড়ি নাই। গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছে, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ এখন নতুন কিছু চায়, রাষ্ট্রীয় ক্ষমতায় তরুণদের দেখতে চায়। দেশে অন্য দল কী করেছে আপনারা দেখেছেন। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে কেউ অভিযোগ দেখাতে পারবেনা যে, এ দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ ও টেম্পুস্ট্যান্ড দখল করেছে। আমি মনোনয়ন পেলে এ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থীদের সঙ্গে কোনো সহিংসতায় না জড়িয়ে নির্বাচনী লড়াই চালিয়ে যাবো।

গণসংযোগকালে অন্যদের মধ্যে দলটির ছাত্র অধিকার পরিষদের বিরামপুর উপজেলা শাখার সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ ইসলাম, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান, হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও যুব অধিকার পরিষদের দিনাজপুর শাখার সহ.সভাপতি শাহিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

বিরামপুরে বৃষ্টিতে ভিজে গণসংযোগ করলেন এমপি মনোনয়ন প্রত্যাশী বুলবুল আহমেদ

প্রকাশের সময় : ০২:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

প্রতিনিধি, বিরামপুর ( দিনাজপুর) প্রতিনিধিঃ ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বৃষ্টিতে ভিজে শহরে দিনব্যাপী গণসংযোগ ও ট্রাক প্রতীকে ভোট চাইলেন গণ অধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী বুলবুল আহমেদ। গতকাল শনিবার দুপর থেকে বিকেল পর্যন্ত বিরামপুর পৌরশহরের রেল গেইট এলাকা থেকে ঢাকামোড় হয়ে অবসর সিনেমা হল মোড় পর্যন্ত দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগ ও প্রচারণা চালান।

গণসংযোগকালে বুলবুল আহমেদ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিরামপুর পৌরশহরের বিভিন্ন দোকানে যান। সেখানে তিনি দোকান মালিক, কর্মচারী, ক্রেতা ও পথচারীদের কাছে তাঁর রাজনৈতিক পরিচয় দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) সংসদ সদস্য পদে গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশীর প্রচারপত্র বিলি করেন। গণসংযোগকালে দলে নেতাকর্মীদের নিয়ে তিনি শহরের সড়ক ও দোকানের সামনে ট্রাক প্রতীকের পক্ষে স্লোগান দেন। এ সময় তিনি জনসাধারণকে দলের সভাপতি নূরুল হক নূরের সালাম পৌঁছে দেন এবং তাঁর জন্য দোয়া চান।

বুলবুল আহমেদ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার সহ.সভাপতি। তাঁর জন্মস্থান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের দেওগাঁ গ্রামে।

গণসংযোগ শেষে বিরামপুর পৌরশহরের ঢাকামোড়ে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথসভা করেন বুলবুল আহমেদ। এ সময় তিনি বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বিগত ফ্যাসিস্ট সরকার ও পরবর্তীতে তাঁদের দোসরদের দ্বারা দীর্ঘদিন নির্যাতন ও নিপিড়নের শিকার হয়েছেন। বিদেশে চিকিৎসা শেষে তিনি আজ বাংলাদেশে আসছেন। তাঁর ওপর নির্যাতনের পরও আমরা রাজপথ ছাড়ি নাই। গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছে, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ এখন নতুন কিছু চায়, রাষ্ট্রীয় ক্ষমতায় তরুণদের দেখতে চায়। দেশে অন্য দল কী করেছে আপনারা দেখেছেন। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে কেউ অভিযোগ দেখাতে পারবেনা যে, এ দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ ও টেম্পুস্ট্যান্ড দখল করেছে। আমি মনোনয়ন পেলে এ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থীদের সঙ্গে কোনো সহিংসতায় না জড়িয়ে নির্বাচনী লড়াই চালিয়ে যাবো।

গণসংযোগকালে অন্যদের মধ্যে দলটির ছাত্র অধিকার পরিষদের বিরামপুর উপজেলা শাখার সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ ইসলাম, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান, হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও যুব অধিকার পরিষদের দিনাজপুর শাখার সহ.সভাপতি শাহিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।