
ছবিঃ সীমান্তের আওয়াজ
নওগাঁ প্রতিনিধি : ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
নওগাঁর পোরশায় বান্ধবীর সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল স্কুল ছাত্রী ফারিয়া জান্নাত (১০)।
গতকাল সোমবার সকালে দিঘিপাড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফারিয়া উপজেলার পোরশা মিনাবাজার সংলগ্ন বাঁশবাড়ি গ্রামের আশরাফুল হক শাহে্র দ্বিতীয় মেয়ে ও স্থানীয় পোরশা মুসলিম শিশু অ্যাকাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, ফারিয়া সোমবার সকালে বান্ধবী দিঘিপাড়া গ্রামের আবদুর রশিদের নাতনি ও বাঁশবাড়ি গ্রামের বুলবুলের মেয়ে সাফিনার নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে দুপুরে সে ও তার বান্ধবী সহ ৪/৫ জনের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সর নিয়ে গেলে কর্মরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, একই দিন বাদ মাগরিব পোরশা মারকাজ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
























