
ছবিঃ সীমান্তের আওয়াজ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময় সজাগ থাকেন। জনগণ একটি নির্বাচিত সরকারের নিকট যেমন অনেক প্রত্যাশা রাখেন, তেমনি সাংবাদিকদের উপর অনেক ঘটনার সঠিকতা জানতে অধীর আগ্রহে তাদের লিখনির দিকে তাকিয়ে থাকেন। আমরা সাংবাদিকদের সর্বোচ্চ সন্মান করি। তারা সমাজের বিভিন্ন সমস্যা লিখনির মাধ্যমে তুলে ধরেন। তারা সঠিক পথ দেখান।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কালাই সাংবাদিক পরিষদের নিজস্ব ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সবাই তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে মূল্যায়ন করেননি। সমাজকে ধবংশের হাত থেকে রক্ষা করতে সাংবাদিকগণকে আরো বেশি করে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্য রাখেন, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন মন্ডল, কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম, সিনিয়র সহ-সভাপতি মুনছুর রহমান, সাধারন সম্পাদক এম এ করিম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজ উদ্দিন আহম্মেদ, জেলা যুবদলের সাবেক সদস্য তারিকুল ইসলাম তালুকদার রাসেল, মেজবাহুল ইসলাম সহ কালাই সাংবাদিক পরিষদের সাংবাদিকরা।
























