
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেক্সঃ ১৭ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে, তবে পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে বলে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের ৮ তলা ভবনের ৭ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়লে, পুরো ভবন ও তার আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল ও সন্ধ্যার দিকে আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পায় এবং আশপাশের কয়েকশো মিটার দূরে থেকেও আগুনের তাপ অনুভূত হতে থাকে।
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং তাদের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা। তবে, আগুনের তীব্রতায় তারা কিছুটা অসহায় হয়ে পড়ে, এবং নিভানোর কাজ দীর্ঘসময় চলে।
ফায়ার সার্ভিস জানায়, সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ওই ভবনে দুটি প্রতিষ্ঠান- অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানি- অবস্থিত। ভবনটির ৭ তলায় গুদাম ছিল এবং এখান থেকেই আগুনের সূত্রপাত হয়। জানা যায়, অ্যাডামস ক্যাপ টাওয়েল ও ক্যাপ তৈরি করে, আর জিহং মেডিক্যাল কোম্পানি তৈরি করে সার্জিক্যাল গাউনসহ চিকিৎসা সরঞ্জাম।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও, ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এখনো ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

























