
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৮ অক্টোবর ২০২৫
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা তালোড়া পৌরসভার তালোড়া বাজারে হিমু পোদ্দার আগরওয়ালা (৬২), এর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জন ডাকাত বাড়িতে ঢুকে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে তাদের হাত-পা, বেঁধে মারপিট করে নগদ অনুমানিক ২ থেকে ৩ লক্ষ টাকা, ৩ টি মোবাইল ফোন লুট করে ও ভিকটিম বিমলা পোদ্দার (৬৫) কে শ্বাসরোধ করে হত্যা করে। ডাকাত দল ডাকাতি করে ভোর সাড়ে ৪ টায় চলে যায় বলে প্রাথমিকভাবে জানা যায়।
উক্ত ঘটনার পর বগুড়া জেলা পুলিশের ডিবি’র একটি টিম অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মূল হোতা জুয়েলসহ জড়িত অন্যান্য আসামীদের মধ্যে আসলাম, ইমরান, রাজুসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে রণ্ঠিত টাকার মধ্যে ১৩ হাজার টাকা উদ্ধার ও খুন হওয়া ভিকটিমের মোবাইলসহ অন্য একজন ভিকটিমের মোবাইল, ২ টি লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে। অন্যান্য জড়িত আসামিদের গ্রেফতারের অভিযান চলোমান আছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
























