০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জামায়াতের কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় শাহ আলম সাজু গ্রেফতার

  • প্রকাশের সময় : ০১:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 72

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ শনিবার ২৫ অক্টোবর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহ আলম সরকার সাজুকে (৫৫) ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪শে অক্টোবর) রাত ৮টায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের চৌকস অফিসার উপ- পরিদর্শক নিরস্ত্র (এসআই) আনিসুজ্জামান আনিস সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

একাধিক সুত্রে জানা যায়, শাহ আলম সাজুর বিরুদ্ধে ইতি পূর্বে নারী শিশু নির্যাতন, মাদক, চাঁদাবাজী, হত্যাচেষ্টা, দলীয় মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হ/ত্যা-মামলা সহ কয়েকটি মামলা রয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার সচেতন মহল জানান, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অফিসের অফিসারসহ বিভিন্ন মহলকে হুমকি ভয়ভীতি দেখিয়ে অনৈতিক ভাবে অর্থ উপার্জন করে কোটি টাকারও বেশী ব্যয়ে বিলাস বহুল বাড়ি নির্মাণ করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি শাহ আলম সাজু। দীর্ঘদিন ধরে কখনও আত্মগোপনে, কখনও এলাকায় অবস্থান করলেও পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

জামায়াতের কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় শাহ আলম সাজু গ্রেফতার

প্রকাশের সময় : ০১:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ শনিবার ২৫ অক্টোবর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহ আলম সরকার সাজুকে (৫৫) ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪শে অক্টোবর) রাত ৮টায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের চৌকস অফিসার উপ- পরিদর্শক নিরস্ত্র (এসআই) আনিসুজ্জামান আনিস সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

একাধিক সুত্রে জানা যায়, শাহ আলম সাজুর বিরুদ্ধে ইতি পূর্বে নারী শিশু নির্যাতন, মাদক, চাঁদাবাজী, হত্যাচেষ্টা, দলীয় মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হ/ত্যা-মামলা সহ কয়েকটি মামলা রয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার সচেতন মহল জানান, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অফিসের অফিসারসহ বিভিন্ন মহলকে হুমকি ভয়ভীতি দেখিয়ে অনৈতিক ভাবে অর্থ উপার্জন করে কোটি টাকারও বেশী ব্যয়ে বিলাস বহুল বাড়ি নির্মাণ করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি শাহ আলম সাজু। দীর্ঘদিন ধরে কখনও আত্মগোপনে, কখনও এলাকায় অবস্থান করলেও পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।