
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১ নভেম্বর ২০২৫
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে জয়পুরহাট-২ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি স্থানীয় বস্ত্র ও তাঁত শিল্পীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন।
শনিবার (১ নভেম্বর) জয়পুরহাটের বিভিন্ন এলাকার তাঁত শ্রমিক ও উদ্যোক্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের বস্ত্র ও তাঁত শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হবে, অর্থনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন।”
তিনি আরও বলেন, “তাঁতশিল্প শুধু ঐতিহ্যের অংশ নয়, এটি গ্রামীণ অর্থনীতির প্রাণ। রাষ্ট্র মেরামতের কর্মসূচির মাধ্যমে আমরা এই খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করব, যাতে প্রতিটি তাঁত শ্রমিকের পরিশ্রম সঠিক মূল্যায়ন পায়।”
মতবিনিময় সভায় স্থানীয় তাঁতশিল্পী, ক্ষুদ্র উদ্যোক্তা ও শ্রমজীবী মানুষেরা আমিনুর ইসলামের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা জানান, সরকার পরিবর্তনের পর যদি এই ৩১ দফা বাস্তবায়িত হয়, তবে তাঁতশিল্প আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।
সভা শেষে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন,
“বিএনপির রাষ্ট্র মেরামতের এই পরিকল্পনা জনগণের জন্য—শ্রমিক, কৃষক, শিল্পী, উদ্যোক্তা সবার জন্য। আমরা চাই দেশের প্রতিটি খাত ন্যায়ভিত্তিক উন্নয়নের পথে এগিয়ে যাক।”
























