
ছবিঃ সীমান্তের আওয়াজ
জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ১২ নভেম্বর ২০২৫
জয়পুরহাটে ৪ মাস বয়সী শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা করার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোমেনা বেগম (৫০) ও ফাইমা (৩৫)। ফাইমার সঙ্গে ছিল তার চার মাস বয়সী শিশু কন্যা।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পক্ষ থেকে বুধবার (১২ নভেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৭৯২ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন এলাকায় বুপ্রেনরফিন ইনজেকশন সরবরাহ করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, মাদকসেবী ও মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
























