০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হিলিতে জাঁকজমকপূর্ণভাবে প্রাথমিক প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশের সময় : ০৭:২০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • 29

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোলাম রব্বানী হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ ১২ নভেম্বর ২০২৫

“যে কোনো বিদায় কষ্টদায়ক”—এই বাস্তব অনুভূতির মধ্য দিয়েই দিনাজপুরের হাকিমপুর পৌর শহরে দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক টুকুকে জাঁকজমকপূর্ণভাবে বিদায় জানানো হয়েছে। দীর্ঘ ২৬ বছরের সাফল্যমণ্ডিত শিক্ষকতা জীবনের অবসানকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।

বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ, মিষ্টি বিতরণ ও ফুলে সাজানো গাড়িতে প্রধান শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় সংবর্ধনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ, হাকিমপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামান আলী, সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মিশর উদ্দিন সুজনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাফসা খাতুন স্মৃতিচারণ করে বলেন, “স্যার শুধু শিক্ষক নন, তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণার উৎস। একদিন তিনি বলেছিলেন—‘তুমিই পারবে’, সেই কথাটিই আজ আমাকে জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় জায়গা করে দিয়েছে।”

বক্তারা বলেন, প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু শুধু প্রশাসনিক দায়িত্বেই নয়, বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর হাতেই বিদ্যালয়ে গড়ে উঠেছে ছাদবাগান ও সবুজ প্রাঙ্গণ। নিজের পরিবারের চেয়েও বেশি সময় তিনি বিদ্যালয়ের জন্য ব্যয় করেছেন।

অবসর গ্রহণের আবেগঘন মুহূর্তে প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক টুকু বলেন, “এই বিদ্যালয় আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সহকর্মী ও শিক্ষার্থীরা আমার পরিবারের সদস্যের মতো। ২৬ বছরের পথচলায় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন।” তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ২৪ বছর দায়িত্ব পালন করেছেন তিনি।

শেষে অতিথি ও সহকর্মীরা ফুলের মালা পরিয়ে, সাজানো গাড়িতে প্রিয় শিক্ষককে বাড়ি পৌঁছে দেন। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা কান্নাভেজা চোখে হাত নাড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানায়।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

হিলিতে জাঁকজমকপূর্ণভাবে প্রাথমিক প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

প্রকাশের সময় : ০৭:২০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোলাম রব্বানী হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ ১২ নভেম্বর ২০২৫

“যে কোনো বিদায় কষ্টদায়ক”—এই বাস্তব অনুভূতির মধ্য দিয়েই দিনাজপুরের হাকিমপুর পৌর শহরে দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক টুকুকে জাঁকজমকপূর্ণভাবে বিদায় জানানো হয়েছে। দীর্ঘ ২৬ বছরের সাফল্যমণ্ডিত শিক্ষকতা জীবনের অবসানকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।

বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ, মিষ্টি বিতরণ ও ফুলে সাজানো গাড়িতে প্রধান শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় সংবর্ধনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ, হাকিমপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামান আলী, সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মিশর উদ্দিন সুজনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাফসা খাতুন স্মৃতিচারণ করে বলেন, “স্যার শুধু শিক্ষক নন, তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণার উৎস। একদিন তিনি বলেছিলেন—‘তুমিই পারবে’, সেই কথাটিই আজ আমাকে জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় জায়গা করে দিয়েছে।”

বক্তারা বলেন, প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু শুধু প্রশাসনিক দায়িত্বেই নয়, বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর হাতেই বিদ্যালয়ে গড়ে উঠেছে ছাদবাগান ও সবুজ প্রাঙ্গণ। নিজের পরিবারের চেয়েও বেশি সময় তিনি বিদ্যালয়ের জন্য ব্যয় করেছেন।

অবসর গ্রহণের আবেগঘন মুহূর্তে প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক টুকু বলেন, “এই বিদ্যালয় আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সহকর্মী ও শিক্ষার্থীরা আমার পরিবারের সদস্যের মতো। ২৬ বছরের পথচলায় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন।” তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ২৪ বছর দায়িত্ব পালন করেছেন তিনি।

শেষে অতিথি ও সহকর্মীরা ফুলের মালা পরিয়ে, সাজানো গাড়িতে প্রিয় শিক্ষককে বাড়ি পৌঁছে দেন। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা কান্নাভেজা চোখে হাত নাড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানায়।