
ছবিঃ সীমান্তের আওয়াজ
এ.বি.এস রতন, স্টাফ রিপোর্টারঃ ১২ নভেম্বর ২০২৫
চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধের সরকারি নির্দেশনার প্রতিবাদে নওগাঁর বদলগাছী উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। কাজ হারানোর আশঙ্কা, বিনিয়োগ ক্ষতি ও শ্রমিকদের জীবন-জীবিকার কথা তুলে ধরে তারা ইটভাটা চালুর অনুমতি দাবি করেছেন।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বদলগাছী উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির আয়োজনে প্রায় ৩০ মিনিটব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইটভাটার শত শত শ্রমিক ও মালিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “যদি এই মুহূর্তে ইটভাটা বন্ধ করে দেওয়া হয়, তবে লক্ষ লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হয়ে যাবে। ইটভাটা বন্ধ হলে গ্রামের অসংখ্য শ্রমিক বেকার হয়ে পড়বে এবং তাদের পরিবার-পরিজনের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে।”
বক্তারা আরও বলেন, বহু বছর ধরে দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শিল্প বন্ধ করে দিলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই মানবিক ও অর্থনৈতিক দিক বিবেচনা করে চলতি মৌসুমে ইটভাটা পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান সনি-এর বরাবর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বদলগাছী ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক এনামুল হোসেন বলেন, “আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স, ভ্যাট প্রদান করে ইটভাটা চালাচ্ছি। কিন্তু হঠাৎ ইটভাটা বন্ধের সিদ্ধান্তে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মতো সাধারণ মালিক ও শ্রমিকদের দিকটি বিবেচনা করা উচিত। আমরা চাই সরকার মানবিক দিক বিবেচনা করে ইটভাটা পরিচালনার অনুমতি দিক, যাতে শ্রমিকরা বেকার হয়ে না পড়ে।”
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী ইটভাটা মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক চঞ্চল হোসেন, যুগ্ম আহ্বায়ক খান শাহাদাত হোসেনসহ সমিতির সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক।
তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি শ্রমিকদের কর্মসংস্থান রক্ষার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


























