
ছবিঃ সীমান্তের আওয়াজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দিনাজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড়
গোলাম রব্বানী হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ ১৪ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সমাজের গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকে—এ কথা উল্লেখ করে অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, “বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী।” সমাজের অবহেলিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে বিপুল মানুষের সমাগম ঘটেছে। ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি এলাকার গরীব ও অসহায় মানুষ। চিকিৎসা নিতে আসা কহিনুর বেগম বলেন, “আমি গাইনি ডাক্তার দেখালাম। কোনো টাকা লাগেনি। ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়ে খুব ভালো লাগছে।” আরেকজন সাদ্দাম হোসেন নয়ন জানান, “মায়ের চোখের চিকিৎসা করাতে এসেছি। এখানে সব ফ্রি, অথচ বাইরে গেলে শুধু চেম্বার ফি-ই ৫০০ টাকা।”
ডা. এজেড এম জাহিদ হোসেন আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। বেগম খালেদা জিয়াও গণতন্ত্রের জন্য সারা দেশ ঘুরে নেতৃত্ব দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন তারেক রহমানের নেতৃত্বে। বিএনপির ইতিহাস মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস—কখনো পিছু হটে না।”
এর আগে তিনি বিরামপুর ও নবাবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে চার উপজেলায় লক্ষাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা, বগুড়া, রংপুর ও দিনাজপুরের প্রায় ২০০ জন চিকিৎসক এসব ক্যাম্পে সেবা দিচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এসএম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সম্পাদক নাজমুল হক, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
—


























