০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 62

ছবিঃ সীমান্তের আওয়াজ

গণভোটসহ ৫ দফা দাবিতে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

গণভোটসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের আবুল কাশেম ময়দানে প্রথমে সমাবেশ শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের প্রার্থী এস এস রাশেদুল ইসলাম সবুজ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সাবেক পাচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের ৫ দফা দাবির কোনো বিকল্প নেই। তারা আরও দাবি করেন, জাতীয় নির্বাচন আগে গণভোট আয়োজন করতে হবে এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

গণভোটসহ ৫ দফা দাবিতে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

গণভোটসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের আবুল কাশেম ময়দানে প্রথমে সমাবেশ শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের প্রার্থী এস এস রাশেদুল ইসলাম সবুজ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সাবেক পাচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের ৫ দফা দাবির কোনো বিকল্প নেই। তারা আরও দাবি করেন, জাতীয় নির্বাচন আগে গণভোট আয়োজন করতে হবে এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।