
ছবিঃ সীমান্তের আওয়াজ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ২ নভেম্বর ২০২৫
নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইনে চিত্রাঙ্কন ও বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এই কার্যক্রমের অর্থায়ন করেছে সুইজারল্যান্ড সরকার; যৌথভাবে সহযোগিতা করেছে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ।
পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের উদ্দেশ্যে আয়োজিত দিনব্যাপী এ ক্যাম্পেইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ব্যবহৃত প্লাস্টিক ও কাগজ দিয়ে হস্তশিল্প তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সকল ছাত্র–ছাত্রী এবং ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর মো. রওশন জামাল চৌধুরী।
চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য়সহ মোট ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আয়োজকরা।


























