
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২২ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাক-বড়দিন উপলক্ষে আদিবাসী শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার আটাপুর ইউনিয়নের মহীপুর এফসিসিবি চার্চ মিলনায়তন প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এবং সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।
অনুষ্ঠানে প্রাক-বড়দিন উপলক্ষে বিশাল কেক কাটা হয় এবং আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির নাচ ও গানে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। শিশুদের মুখে আনন্দের হাসি আর উৎসবমুখর পরিবেশে মিলনমেলা রূপ নেয় পুরো আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, বীরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আখতার চৌধুরী, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক দিপালী রায়সহ সংস্থার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা আদিবাসী শিশুদের শিক্ষা ও সার্বিক উন্নয়নে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


























