
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২২ ডিসেম্বর ২০২৫
নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে অসচ্ছল ও সুবিধাবঞ্চিতদের মাঝে জি.আর (জেনারেল রিলিফ) এর চালের ডিও বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রশান্ত চক্রবর্তী মহোদয় আনুষ্ঠানিকভাবে এই ডিও বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মামুন অর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীর উৎসব আনন্দময় করতে সরকার সবসময় সহযোগিতা করে আসছে। বড়দিন উপলক্ষে এই সহায়তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।”
উপস্থিত স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা সরকারি এ সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


























